চুক্তি করে টাকা নিয়ে ওয়াজ করা
প্রশ্ন : বিনিময় নির্ধারণ করে ওয়াজ করা। যেমন এত টাকা দিলে ওয়াজ করব, নয়তো করব না, এভাবে ওয়াজ করা বৈধ কি না? এবং ওই টাকা হালাল কি না?
উত্তর : মুতাআখখিরীন ফুকাহায়ে কেরামগণ যে সমস্ত দীনি কাজের বিনিময় দেওয়া-নেওয়া জায়েয বলেছেন সে সমস্ত কাজের বিনিময় নির্ধারণ করা জায়েয হবে। অনেক উলামায়ে কেরাম ওয়াজকেও ওই সমস্ত কাজের অন্তর্ভুক্ত করেছেন। কিন্তু ‘এত টাকা দিতে হবে নয় তো ওয়াজ করব না’ এভাবে বলা ঠিক নয়। হ্যাঁ, সর্বাবস্থায়ই টাকা নেয়া অবৈধ হবে না। (১৫/১৫৬/৫৬৮২)
Tag:ওয়াজ