চাঁদা দেওয়ার শর্তে ফাসেককে মাহফিল পরিচালনা কমিটির সদস্য বানানো
প্রশ্ন : দাড়ি মুণ্ডনকারী ব্যক্তিকে ৫ হাজার টাকা চাঁদা প্রদান করার শর্তে মাহফিল কমিটির সদস্য বানানো বৈধ হবে কি না? এবং এভাবে শর্ত করে চাঁদা নেওয়া যাবে কি না?
উত্তর : যদি কেউ কোনো ধর্মীয় কল্যাণমূলক কাজে সম্পূর্ণ সন্তুষ্টচিত্তে খালেস সাওয়াবের নিয়্যাতে হালাল উপার্জন থেকে চাঁদা দেন তাহলে তা নেওয়া বৈধ। পক্ষান্তরে কাউকে বাধ্য করে বা লজ্জিত করার মাধ্যমে বা পদের শর্ত করে ও লোভ দেখানোর মাধ্যমে চাঁদা উসুল করা জায়েয নেই।
ধর্মীয় কাজের কোনো কমিটিতে দাড়ি মুণ্ডানো ব্যক্তিকে সদস্য বানানো বৈধ হবে না। (১৫/১৫৪/৫৯০৫)
Tag:ফাসেক