চল্লিশা, দশমী পালন
প্রশ্ন : মৃত ব্যক্তির রূহের মাগফেরাতের জন্য নবমী, দশমী বা চল্লিশা পালন করা ইসলামী শরীয়ত মতে জায়েয কি না?
উত্তর : মৃত ব্যক্তির মাগফেরাতের জন্য দু’আ করার প্রতি শরীয়ত উৎসাহিত করেছে। তবে এর জন্য কোনো দিন-কাল নির্ধারণ করেনি। সুতরাং তা নির্ধারিত দিন-কালে করতে হবে মনে করা শরীয়তসম্মত নয়। যেহেতু বর্তমানে নবমী, দশমী, চল্লিশাকে মাগফেরাত কামনার নির্দিষ্ট দিন মনে করা হয়, তাই এগুলো বর্জনীয়। (৫/২৪৭/৮৯৭)