চকের গুঁড়ো সংরক্ষণ ও অপবিত্র অবস্থায় আয়াত লেখা
প্রশ্ন : মাদ্রাসা বা মক্তবে শিক্ষকগণ চক দিয়ে বোর্ডের মধ্যে আয়াত লিখে আবার মুছে ফেলেন, তখন চকের গুঁড়োগুলো নিচে পড়ে যায়। কখনো কখনো অপবিত্র অবস্থায় এই আয়াতগুলো লেখা হয়। এতে করে কোরআনের সম্মানহানি হবে কি না? সম্মানহানি হয় না, এমন কোনো পন্থা থাকলে দয়া করে জানিয়ে দেবেন।
উত্তর : ব্ল্যাকবোর্ডে চক দিয়ে কোরআন মজীদের আয়াত লেখার সময় এ বিষয়টি অবশ্যই খেয়াল রাখা জরুরি, যাতে চকের গুঁড়োগুলো মাটিতে পড়ে কোরআন মজীদের অমর্যাদা না হয়। এ ক্ষেত্রে ব্ল্যাকবোর্ড ও চক ব্যবহারের পরিবর্তে বিশেষ ধরনের বোর্ড ও কলম ব্যবহার করা বাঞ্ছনীয়, যা বর্তমানে বাজারে পাওয়া যায়। তা ছাড়া অপবিত্র অবস্থায় ব্ল্যাকবোর্ডে কোরআনের আয়াত লেখা আদবের খেলাফ। একান্ত প্রয়োজনে লিখতে হলে এমনভাবে লিখতে হবে, যাতে আয়াত বা তার আশপাশে হাতের স্পর্শ না লাগে, অন্যথায় তা গোনাহের কারণ হবে। (১৭/২১/৬৮৯৩)
আদ্দুররুল মুহতার : 1/175, আহসানুল ফাতাওয়া : 8/25