ঘুমের ঘোরে কিছু বের হওয়ার সন্দেহ; কিন্তু আলামত নেই
প্রশ্ন : রাতে ঘুমানোর পর ভোর রাতে বা ফজরের সময় উঠলে প্রস্রাবের রাস্তা দিয়ে কোনো কিছু বের হয়েছে বলে মনে হয়, কিন্তু লুঙ্গিতে নাপাকির কোনো চিহ্ন পাওয়া যায় না। এমতাবস্থায় পরিধেয় লুঙ্গি পাক ধরা হবে কি না?
উত্তর : বর্ণিত অবস্থায় লুঙ্গিতে নাপাকির কোনো আলামত দেখা বা পাওয়া না গেলে পরিধেয় লুঙ্গি পাক বলে গণ্য হবে। (১৭/৯৮৫/৭৪১২)
Tag:ঘুমের ঘোরে