গোবর দ্বারা লেপা উঠানে ধান শুকানো
প্রশ্ন : আমাদের এলাকায় ধান সিদ্ধ করার প্রচলন আছে এবং গোবর দ্বারা লেপা উঠান বা আঙিনায় সিদ্ধ করা ধান শুকানোর জন্য রোদে দেওয়া হয়। প্রশ্ন হলো, এভাবে গোবর দ্বারা লেপা উঠানে সিদ্ধ ধান শুকালে শরীয়তের দৃষ্টিতে কোনো অসুবিধা আছে কি না? কারণ সিদ্ধ ধানে গোবর প্রবেশ করা স্বাভাবিক। প্রমাণসহ জানতে চাই।
উত্তর : লেপার কাজে গোবর ব্যবহার না করাই শ্রেয়। তবে গোবর নাপাক হওয়া সত্ত্বেও গোবর দ্বারা লেপা নাজায়েয নয়। আর গোবর দ্বারা লেপা উঠানটি শুকানোর পর পাক হয়ে যায় বিধায় গোবর দ্বারা লেপা শুষ্ক উঠানে সিদ্ধ ধান শুকানোর মধ্যে শরীয়তের দৃষ্টিতে কোনো অসুবিধা নেই। (১৫/৪২২/৬১১১)
Tag:গোবর