গর্ভাবস্থায় ও সন্তান প্রসব হওয়ার আগমুহূর্তে বের হওয়া ধাতুর বিধান
প্রশ্ন : গর্ভাবস্থায় সন্তান প্রসব হওয়ার আগমুহূর্তে শেষের দিনগুলোতে মাঝে মাঝে ঘুমের মধ্যে ধাতু বের হয়ে মহিলাদের শরীর এবং কাপড় নষ্ট হয়ে যায়, এতে কি তার গোসল ফরয হবে? কোনো মহিলা যদি গর্ভাবস্থায় শেষের তিন বা চার মাস ঘুমানোর আগে তুলা বা টিস্যু পেপার ধাতু বের হওয়ার রাস্তায় দিয়ে রাখে এবং ঘুমের মধ্যে ধাতু এসে তুলা বা টিস্যু পেপারে আটকিয়ে থাকে, এতে কি তার ওপর গোসল ফরয হবে? তদ্রƒপ কোনো নারী গর্ভবতী নয়; কিন্তু তার ধাতু আসার রোগ আছে, তবে সে ঘুমানোর আগে ধাতু আসার রাস্তায় টিস্যু পেপার বা তুলা দিয়ে ঘুমালে কি তার গোসল ফরয হবে? অথবা কোনো মহিলা গোসল ফরয না হওয়ার জন্য যদি ধাতুর রাস্তায় টয়লেট পেপার বা তুলা দিয়ে ঘুমায় এবং তার ঘুমের মধ্যে স্বপ্নদোষ হয়, কিন্তু তুলা বা টিস্যু পেপারের কারণে শরীর বা কাপড় নষ্ট না হয়, তবে কি তার ওপর গোসল ফরয হবে?
উত্তর : প্রশ্নোক্ত গর্ভবতীর এ জাতীয় ধাতু বের হওয়ার কারণে তার উপর গোসল ফরজ হবে না। তবে ওজু ভেঙ্গে যাবে এবং শরীর ও কাপড় ধুয়ে পাক করতে হবে। যদি কোনো মহিলা ধাতু বের হওয়ার জায়গায় তুলা বা টিস্যু ইত্যাদি ব্যবহার করে তাহলে এর বিধান হলো, যদি যৌনাঙ্গের বহিরাংশে তুলা বা টিস্যু দিয়ে থাকে তাহলে ধাতু বের হয়ে তাতে লাগলেই ওজু ভেঙ্গে যাবে, চাই ধাতু ভেদ করে তুলা বা টিস্যুর বহিরাংশে আসুক বা না আসুক। আর যদি তুলা যৌনাঙ্গের ভিতরাংশে স্থাপন করে তাহলে তুলার ভিতরাংশে ধাতু লাগার কারণে ওজু ভাঙ্গবে না। হ্যাঁ, যদি তুলা ভেদ করে বহিরাংশে ধাতুর চিহ্ন পরিলক্ষিত হয় তাহলে এক্ষেত্রেও ওজু ভেঙ্গে যাবে। তবে সর্বক্ষেত্রেই তুলা বা টিস্যু উক্ত জায়গা থেকে সরানোর পর তাতে ধাতু লাগা থাকলে ওজু ভেঙ্গে যাবে।
আর উত্তেজনা বিহীন ধাতুরোগে আক্রান্ত মহিলা তুলা ব্যবহার করলে তার ওজু ভাঙ্গা না ভাঙ্গার বিধানও পূর্বোক্ত বিধানের ন্যায়ই হবে। তবে উত্তেজনার সহিত ধাতু বের হলে সর্বাবস্থায়ই গোসল ফরজ হয়ে যাবে।
আর স্বপ্নদোষের কারণে ধাতু বের হলে গোসল ফরজ হয়ে যাবে। এক্ষেত্রে তুলা বা টিস্যু গোসল ফরজ হওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধক নয়। (১২/৫৫১)
Tag:সন্তান প্রসব