খোলাফায়ে রাশেদীনের কোন আমল সুন্নাত
প্রশ্ন : খোলাফায়ে রাশেদীনের সব ধরনের আমল সুন্নাতের অন্তর্ভুক্ত না নির্দিষ্ট কোন আমল?
উত্তর : যেসব বিষয়ে খোলাফায়ে রাশেদীনের আমল বা আদেশ ছিল বলে প্রমাণিত ওই সব বিষয়কে সুন্নাত বলা হবে, যদি কোরআনে কারীম বা প্রসিদ্ধ হাদীসের সাথে সরাসরি সাংঘর্ষিক না হয়। (১৯/১৪০/৮০৫৩)