খুতবাকালীন খতীবের ডানে-বামে চেহারা ঘোরানো
প্রশ্ন : হাদীসের কিতাবে পাওয়া যায়, ‘مستقبلا بوجوھنا’ অর্থাৎ রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) জুমু’আর খুতবা পড়ার সময় কিবলা পেছনে রাখতেন এবং মুসল্লিদের সামনে রাখতেন। কিন্তু অনেক খতীবকে দেখা যায় তাঁরা খুতবা পাঠ করার সময় চেহারা ডানে-বামে করেন, আর কিছু খতীবকে দেখা যায় চেহারার সাথে সাথে সিনাও ডানে-বামে ফিরিয়ে থাকেন। অথচ কিছু কিতাবে পাওয়া যায়, ডানে-বামে চেহারা ফিরানো রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) থেকে সাব্যস্ত নেই। হাফেজ ইবনে হাজার (রহ.) বলেন, ডানে-বামে চেহারা ফিরানো বিদ’আত। এখন প্রশ্ন হলো, সহীহ পদ্ধতি কী?
উত্তর : খুতবা দেওয়ার সময় খতীবের জন্য চেহারা সামনের দিকে রাখা সুন্নাত। ডানে-বামে চেহারা বা সিনা ঘোরানো কোনো হাদীসে পাওয়া যায় না, অতএব চেহারা ও সিনা ঘোরাবে না। (১৩/১০২৫)