খালি গায়ে কোরআন তেলাওয়াত
প্রশ্ন : খালি গায়ে কোরআন পাঠ, তাসবীহ, দু’আ-দরূদ পাঠ বা মুনাজাত করা যায় কি না?
উত্তর : কোরআন শরীফ আল্লাহ পাকের মহান কালাম, তাই তার গুরুত্ব ও সম্মান বজায় রেখে তথা অজু অবস্থায় উত্তম পোশাক ও টুপি পরিধান করে কিবলামুখী হয়ে তেলাওয়াত করা শ্রেয়। তাসবীহ, দরূদ শরীফ ও মুনাজাত খালি গায়ে জায়েয হলেও উল্লিখিত পদ্ধতিতে করা বাঞ্ছনীয়। (৬/৩৬/১০৬৯)
ফাতাওয়ায়ে কাজি খান : 1/141, মাহমুদিয়া : 12/415