খাইরুল কুরূনে দু’আর শব্দ, স্থান ও পদ্ধতি
প্রশ্ন : খাইরুল কুরূন থেকে মোট কয়টি স্থানে একাকী বা সম্মিলিত হাত তুলে দু’আ করা প্রমাণিত আছে। উক্ত দু’আ বা মুনাজাতের শব্দাবলি, পদ্ধতি ও ধরন কী ছিল এবং কোন কোন সময়ে করা হয়েছে?
উত্তর : সোনালি যুগে একাকী, সম্মিলিতÑদুই ভাবেই ফরয নামায ও এস্তেসকার নামাযের পর এবং হজের বিভিন্ন স্থানে বিভিন্ন বাক্যে হাত তুলে দু’আ করার প্রমাণ পাওয়া যায়। মুনাজাতের পদ্ধতি হলো, দুই হাতের মাঝে সামান্য পরিমাণ ফাঁকা রেখে সিনা বরাবর হাত উঠিয়ে আগে-পরে হামদ, সানা, দরূদ শরীফ পড়ে দু’আ কবুলের এক্বীন নিয়ে মুনাজাত করা। (১৮/৮২/৭৪৯১)
Tag:দু’আ