খলীফা যোগ্য ব্যক্তিকে বানাতে হবে সে কাতারের যেখানেই থাকুক
প্রশ্ন : ইমাম সাহেবের হদস হলো (ওযু ভেঙে গেল), কিন্তু তাঁর বরাবর পেছনে মুসাফির ব্যক্তি রয়েছে, তাই এমতাবস্থায় মুসাফিরকে খলিফা না বানিয়ে ডানে-বামের যোগ্য কোনো মুকীম ব্যক্তিকে খলিফা বানানো ঠিক হবে কি?
উত্তর : মুকীম ইমামের ওজু ভেঙে গেলে সে তাঁর বরাবর পেছনে, ডানে, বামের যেকোনো উপযুক্ত ব্যক্তিকে খলীফা বানাতে পারবেন, মুকীম হোক বা মুসাফির। এ ক্ষেত্রে মুসাফির খলীফা চার রাক’আতবিশিষ্ট নামাযে পূর্ণ নামাযই আদায় করবে। তবে মুসল্লিদেরকে বিভ্রান্তি থেকে বাঁচানোর জন্য ইমাম সাহেব নামায ভেঙে পুনরায় আদায় করাই উত্তম। (৬/২০০/১০৫৭)
Tag:খলীফা