কয়েকটি বই সম্পর্কে পর্যালোচনা
প্রশ্ন : আমলে নাজাত, নেয়ামুল কোরআন, বার চাঁদের ফজীলত, রাবেয়া বসরীর জীবনী, উক্ত বইগুলোর মধ্যে কোনো ভুল-ত্রুটি আছে কি না? থাকলে কোনটার মধ্যে কী ভুল আছে? সম্ভব হলে জানাবেন। আর মহিলাদের হেদায়েতের জন্য কোন কোন ধরনের বই পড়া যেতে পারে।
উত্তর : প্রশ্নে বর্ণিত বইগুলো কাদের লিখিত তা না জেনে কোনো মন্তব্য করা ঠিক নয়, আর মহিলাদের জন্য এ রকম বই পড়া উত্তম, যেগুলোর মধ্যে আল্লাহর ভয় জান্নাতের নিয়ামতের কথা দোযখের আযাবের কথা ও প্রয়োজনীয় মাসআলা-মাসায়েল রয়েছে। ওই সমস্ত বই পড়ার দ্বারা মহিলারা প্রভাবান্বিত ও উপকৃত হয়। তবে বইয়ের লেখক এমন কোনো হক্কানী আলেম হতে হবে, যার সম্পর্কে হক্কানী আলেমগণের স্বীকৃতি থাকবে। (১০/২৪/২৯৭৮)