কোরআন হিফজ করে ভুলে যাওয়ার পরিণাম
প্রশ্ন : লোক মুখে শোনা যায়, কোরআন মজিদ হিফজ করার পর আমরণ মুখস্থ রাখা ওয়াজিব, ভুলে গেলে গোনাহ হবে। যদি তাই হয়ে থাকে তবে তা কী পরিমাণ ভুলে গেলে? কোনো একজন আলেম বলেন, দেখে দেখেও পড়তে না পারলে গোনাহ হবে। কথাটি কতটুকু সত্য ও যথার্থ? জানতে আগ্রহী।
উত্তর : উক্ত আলেমের কথাটি ইমাম আবু হানীফা (রহ.)-এর মতে বিশুদ্ধ। কোরআন শরীফ এমনভাবে ভুলে যাওয়া যে, দেখেও পড়তে পারে না তা বড় গোনাহ। তবে হিফজ ভুলে যাওয়াটাও বড় দুর্ভাগ্যের ব্যাপার, তাই হিফজ ঠিক রাখাও অতীব জরুরি। (৯/১০৫/২৫১৫)
আবু দাউদ, হাদিস : 1474, বাজলুল মাজহুদ : 7/315