কোরআন-হাদীস লিখিত কাগজ পকেটে নিয়ে বাথরুমে যাওয়া
প্রশ্ন : আমার সন্তানকে লেখাপড়াতে দিয়েছি। একদিন ছেলের পকেটে দেখি একখানা খাতা, তাতে লেখা রয়েছে কিছু কোরআনের আয়াত ও কিছু হাদীস শরীফ। প্রশ্ন হলো, ওই খাতা পকেটে নিয়ে যদি ছেলে টয়লেট ইত্যাদিতে যায়, তবে শরীয়তের দৃষ্টিতে কেমন হবে? প্রমাণসহ জানালে উপকৃত হব।
উত্তর : টয়লেটে যাওয়ার সময় উক্ত খাতা বাইরে রেখে যাবে। তবে বাইরে রাখার ব্যবস্থা না থাকা অবস্থায় পকেটে রাখলে গোনাহ হবে না। (১৮/৬৬৬/৭৮০১)