কোরআন-হাদীস লিখিত কাগজ নিয়ে বাথরুমে গমন
প্রশ্ন : কোরআন শরীফের আয়াত ও হাদীস শরীফ লিখিত কাগজ পকেটে নিয়ে শৌচাগারে গমন করার হুকুম কী?
উত্তর : শৌচাগারে যাওয়ার সময় উক্ত কাগজ বা খাতা বাইরে রেখে যাবে। তবে বাইরে রাখার ব্যবস্থা না থাকলে পকেটে রাখলেও গোনাহ হবে না। (১৮/৬৬৬/৭৮০১)
হাশিয়াতু তাহতাভি : 54, ফাতাওয়ায়ে মাহমুদিয়া : 15/51