কোরআন-হাদীসকে কথাবার্তার মতো ব্যবহারের বিধান
প্রশ্ন : কোরআনের আয়াত ও হাদীসকে কথাবার্তার মতো ব্যবহারের শরীয়তের হুকুম কী? যেমনÑকোনো ব্যক্তি তার কোনো খুশির দিনে খুশি ব্যক্ত করার জন্য বলে উঠলো, ان لکل قوم عیدا وھذا عیدنا তার এই ব্যবহার এবং প্রেক্ষাপট কি এক? ঠিক এ ধরনের ব্যবহার ব্যক্তির চিন্তা অনুপাতে কোরআনের কোনো আয়াতেও হয়ে থাকে। শরীয়তে এ ধরনের ব্যবহারের অনুমতি আছে কি না?
উত্তর : সচরাচর কথার সাথে মিলিয়ে কোরআন-হাদীসকে নিজ উদ্দেশ্যে ব্যবহার করা আদবের পরিপন্থী, তাই তা বর্জনীয়। (১৪/ ৯০৯)