কোরআন শরীফ হাত থেকে পড়ে গেলে করণীয়
প্রশ্ন : কোরআন শরীফ হাত থেকে পড়ে গেলে কী করণীয়?
উত্তর : কোরআন শরীফ অসতর্কতার দরুন হাত থেকে পড়ে গেলে তার জন্য ইস্তেগফার করা কর্তব্য। এর কাফ্ফারাস্বরূপ কোনো কিছু সদকা করা জরুরি নয়। (১৭/৪৬/৬৯১৮)
ফাতাওয়ায়ে রশিদীয়া : 254, এমদাদুল ফাতাওয়া : 4/60,