কোরআন শরীফ ত্রিশ পারায় বিভক্ত হওয়ার কারণ
প্রশ্ন : কোরআন শরীফ পারা হিসেবে বিভক্ত হওয়ার কারণ কী?
উত্তর : নবী করীম (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) অন্তত এক মাসে এক খতম কোরআন পাক তেলাওয়াত করার যে নির্দেশ সাহাবাদেরকে দিয়েছেন সাধারণ লোকের সে নির্দেশ পালনের সুবিধার্থে এবং কোরআন শরীফের শিক্ষা সহজ করার নিমিত্তে পূর্ণ কোরআন শরীফকে ৩০ পারায় ভাগ করা হয়েছে। (৯/১৯০/২৫৪২)
صحیح البخاری (دارالحدیث) ۲/ ۵۲ (۱۹٧۸) : عن عبد الله بن عمرو رضي الله عنهما، عن النبي صلى الله عليه وسلم، قال: ্রصم من الشهر ثلاثة أيامগ্ধ، قال: أطيق أكثر من ذلك، فما زال حتى قال: ্রصم يوما وأفطر يوماগ্ধ فقال: ্রاقرإ القرآن في كل شهرগ্ধ، قال: إني أطيق أكثر فما زال، حتى قال: ্রفي ثلاثগ্ধ.