কোরআন শরীফের ছেঁড়া পাতা জ্বালিয়ে দেওয়া
প্রশ্ন : কোরআনের ছেঁড়া পাতা জ্বালিয়ে নদীতে ফেলে দেওয়া শরীয়তসম্মত কি না?
উত্তর : শরীয়তের দৃষ্টিতে কোরআনের পাতা কোনো পরিষ্কার ও পবিত্র কাপড়ে মুড়িয়ে পবিত্র স্থানে দাফন করে দিবে। কোনো কারণে জ্বালাতে হলে তা পানির সাথে মিশিয়ে পানিতে ফেলে দেয়া বৈধ হবে। তবে ফেতনার আশংকা হলে এ পথ অবলম্বন না করাই উত্তম। (১৭/৩১৮)
আদ্দুররুল মুখতার : 6/422, রদ্দুল মুহতার : 6/422, আল ফাতাওয়াস সিরাজিয়াহ : 71, ফাতাওয়ায়ে রহিমিয়া : 1/83)