কোরআন শরীফের আয়াত সংখ্যা
প্রশ্ন : আলেমগণের মুখে শোনা যায়Ñতাঁরা বলে থাকেন, কোরআন শরীফের সর্বমোট আয়াত সংখ্যা ৬৬৬৬টি। কিন্তু বর্তমানে মুদ্রিত কোরআনে সর্বমোট আয়াত সংখ্যা ৬২৩৬টি। একে ইস্যু করে দেওয়ানবাগী পীর ও তার মুরীদরা সমাজের জনসাধারণের মধ্যে এই বলে বিভ্রান্তি সৃষ্টি করছে যে, দেখো! আলেম-উলামাগণ এমন অবাস্তব কথাই বলে, তাই তাদের কোনো কথাই গ্রহণযোগ্য নয়। প্রশ্ন হলো, আসলে কোরআন শরীফের আয়াত সংখ্যা কত? বর্তমান দেওয়ানবাগীরা এ বিষয়টিকে ইস্যু করে সরলমনা মুসলমানদেরকে আলেম-উলামা থেকে আস্থা উঠিয়ে ইসলাম থেকে দূরে সরিয়ে দেওয়ার অপপ্রয়াস চালাচ্ছে। তাই মুফতি সাহেবানদের কাছে আকুল আবেদন, উক্ত সমস্যার বিস্তারিত সমাধান দিয়ে মুসলিম জনসাধারণকে সঠিক দিকনির্দেশনা প্রদান করবেন।
উত্তর : কোরআনে কারীমের সর্বমোট আয়াতের সংখ্যার ব্যাপারে প্রায় ১৯টি উক্তি রয়েছে। গণনাকারীদের মর্ম অনুধাবনে আয়াতকে বড়-ছোট করে গণনা করাই এ তারতম্যের কারণ। এর মধ্যে ৬৬৬৬টি আয়াত বলে যা প্রসিদ্ধ আছে, তার ভিত্তি হযরত আয়েশা (রা.)-এর গণনা বলে কিতাবে উল্লেখ রয়েছে। আর আমাদের মাঝে যে মুদ্রিত কোরআন শরীফ রয়েছে এর সংখ্যা যে ৬২৩৬টি লেখা আছে তার ভিত্তি হযরত আলী (রা.)-এর গণনা বলে কিতাবে উল্লেখ রয়েছে। এ হিসাবে আয়াতের সংখ্যা ৬২৩৬টি বলা যেরূপ সঠিক, তদ্রƒপ আয়াতের সংখ্যা ৬৬৬৬টি বলাও সঠিক। এ বিষয়কে কেন্দ্র করে বিভ্রান্তি সৃষ্টি করা কোনো অসৎ উদ্দেশ্যেই হতে পারে। (১১/৭০০/৩৬৯)
দিরাসাত ফি উলুমিল কুরআন : 54, আল জামি লি আহকামিল কুরআন : 1/56, ফাতাওয়ায়ে হ্ক্কানিয়া : 2/132