কোরআন খতমের বিনিময় গ্রহণ
প্রশ্ন : মৃত ব্যক্তির জন্য কোরআন শরীফ খতম করার পর তার আত্মীয়স্বজনরা স্বেচ্ছায় তেলাওয়াতকারীকে টাকা দিলে এবং খানা খাওয়ালে তা গ্রহণ করা তেলাওয়াতকারীর জন্য বৈধ হবে কি না?
উত্তর : মৃত ব্যক্তির সাওয়াব রেসানীর জন্য খতম করা বড় সাওয়াবের কাজ। তবে শর্ত হলো, নিঃস্বার্থ ও নিঃশর্তে তেলাওয়াত করা। তাই খতমকে কেন্দ্র করে বিনিময়স্বরূপ খানা খাওয়ানো বা টাকা দেওয়া নাজায়েয, দাতা ও গ্রহীতা উভয়ে গোনাহগার হবে। যেসব স্থানে খতম করার পর টাকা দেওয়ার নিয়ম আছে ওই স্থানে শর্ত না করলেও দেওয়া ও নেওয়া বৈধ হবে না। (১৯/৬১৯/৮৩৭২)
Tag:খতম, বিনিময় গ্রহণ