কোরআনের চেয়ে উঁচু স্থানে বিশ্রাম করা
প্রশ্ন : হেফজখানার ছাত্ররা কোরআন শরীফ পাঠ করার সময় শ্রেণীশিক্ষক চৌকির ওপর শুয়ে বিশ্রাম করেন বা ঘুমান। এতে কোরআন শরীফের অবমাননা হবে কি না?
উত্তর : একই কক্ষে নিচে কোরআন শরীফ থাকাবস্থায় উঁচু জায়গায় বা চৌকিতে বসা বা বিশ্রাম করা কোরআন শরীফের আদব ও মর্যাদা পরিপন্থী। তবে মাঝে কোনো আড়াল থাকলে অসুবিধা নেই। (৩/১১৭)
فتاوی محمودیہ)زکریا) ۶/ ۲۰ : سوال – اگر نیچے قرآن مجید کی تلاوت ہورہی ہو اور کوئی شخص کرسی پر یا چار پائی پر بیٹھنا چاہے تو کتنی دور ہوکر بیٹھنا ضروری ہے؟
الجواب – حامدا ومصلیا جتنی دور سے دوسرا مکان شروع ہوا اور قرآن شریف کی بے ادبی نہ ہو۔