কোরআনের চেয়ে উঁচু স্থানে বসা
প্রশ্ন : কোনো কোনো মাদ্রাসায় দেখা যায়, ছাত্ররা নিচে কোরআন তেলাওয়াত করা অবস্থায় শিক্ষক একই রুমের কোণে অবস্থিত চৌকি বা অন্য কোনো জিনিসের ওপর উপবেশন করেন, যা কোরআন রাখার স্থান থেকে উঁচু। জানার বিষয় হলো, একই রুমে কোরআন শরীফ থেকে উঁচু স্থানে বসার হুকুম কী? এ ক্ষেত্রে চাটাই দিয়ে বেড়া বা কাপড় দিয়ে পর্দা দেওয়া হলে ভেতরের চৌকি বা উঁচু স্থানে বসার শরয়ী বিধান কী?
উত্তর : নিচে নিকট স্থানে কোরআনে পাক থাকাবস্থায় উঁচু স্থানে বসা কোরআনে পাকের সাথে বেআদবীর শামিল হওয়ায় এভাবে বসা থেকে বিরত থাকতে হবে। তবে যদি মাঝখানে এমন পর্দা দেওয়া হয়, যার দ্বারা স্থান ভিন্ন বোঝায় তাহলে বেআদবী হবে না। (৮/৪৯০/২২০৩)
امداد الاحکام (مکتبۂ دار العلوم کراچی) ۱/ ۲۴۴ : فیکرہ الجلوس فی المکان الاعلی اذا کان القرآن اسفل منه فی مجلس واحد، وإذا اختلف المجلس وتبدل فلابأس به لانعدام العلة.