কোরআনখানি ও খতমে ইউনুস
প্রশ্ন : কোরআনখানী, কালেমাখানী ও দু’আয়ে ইউনুসের খতম আনুষ্ঠানিকভাবে করা ইসলামী শরীয়তের বিধান মতে জায়েয কি না?
উত্তর : কোরআনে কারীমের খতম, তাহলীল (কালেমাখানী) ও দু’আয়ে ইউনুসের খতম ইত্যাদি মৃত ব্যক্তির সাওয়াবের জন্য করা অথবা বরকতের জন্য করা জায়েয। এগুলো প্রকৃতপক্ষে ভালো কাজ। এর মধ্যে বহু সাওয়াব ও উপকার রয়েছে। কিন্তু বর্তমানে মানুষ তা করতে গিয়ে যে সমস্ত আনুষ্ঠানিকতা অবলম্বন করে থাকে। যেমন বহু গুরুত্বের সাথে মানুষকে একত্রিত করা, খানা ও মিষ্টি বিতরণকে জরুরি মনে করা, এর কোনো প্রমাণ ও ভিত্তি শরীয়তে নেই বিধায় এ ধরনের আনুষ্ঠানিকতা বর্জনীয়। (৫/২৪৭)