কোনো কোনো সাহাবী তাবিজ ব্যবহার করেছেন
প্রশ্ন : কোরআনের আয়াত তাবিজ হিসেবে ব্যবহার করা সাহাবাগণের মাঝে প্রচলন ছিল কি না?
উত্তর : রোগ, বালা-মুসিবত থেকে রক্ষা পাওয়ার জন্য কোরআনের আয়াত ও হাদীস তাবিজ হিসেবে ব্যবহার করা যায়। এ ব্যাপারে কোনো কোনো সাহাবীর আমলও পাওয়া যায়। (১০/৬৯৭/৩২৯৩)