কেরোসিন লেগে থাকা কাপড়ে নামায
প্রশ্ন : যদি কাপড়ে বা শরীরে কেরোসিন তেল লাগে এবং ওই অবস্থায় নামায পড়ি তাহলে আমার নামায আদায় হবে কি?
উত্তর : কেরোসিন তেল পাক, তবে কাপড়ে বা শরীরে লেগে গেলে তা সহকারে নামায আদায় করা শুদ্ধ হলেও দুর্গন্ধময় জিনিসসহ নামায আদায় করা অনুচিত, তা নিয়ে মসজিদে যাওয়া মাকরূহ। (১১/৪৫৫/৩৬০৩)
Tag:কেরোসিন