কেউ নেসাবের মালিক না হলে যাকাতের টাকায় তার সহযোগিতা করা যাবে
প্রশ্ন : যাকাত দেওয়া যায় এরকম গরীবের মাপকাঠি কী? ধরুন নিজের একটি বাড়ী আছে, ছোট-খাট চাকুরী বা ব্যবসা করে, সংসার স্বচ্ছল নয় তাকে দেওয়া যায় কিনা? তার মেয়ের বিয়ের জন্য বা তার ঘর বানানোর জন্য দেওয়া যায় কিনা?
উত্তর : নিত্য প্রয়োজনীয় বাসস্থান, আসবাব-পত্র, মালামাল বাদ দিয়ে যার অন্যান্য সমুদয় মালামালের মূল্য ৫২.৫ তোলা রুপার মূল্যের সমপরিমাণ হবে না তাকে শরীয়তের পরিভাষায় গরীব বা ফকীর বলা হয়। এধরণের লোকদেরকে যাকাত দেয়া যাবে। (৪/১/৫৭৩)