কুফরী কালাম দ্বারা কুফরী জাদু প্রতিহত করা
প্রশ্ন : আমার স্বামীকে কুফরী কালামের মাধ্যমে জাদু করে আমার থেকে প্রায় ৮-৯ বছর ধরে পৃথক করে রেখেছে। জানতে পারলাম জার্মানে আছেন, কিন্তু কোনো যোগাযোগ নেই। মাঝেমধ্যে নিজের বাড়িতে এসে চলে যান। শরীয়তসম্মত বহু তদবির করেছি কুফরী কালাম নষ্ট করে আমার দিকে ধাবিত করার জন্য; কিন্তু কোনো উপকার হয়নি। জনৈক ব্যক্তি বলল যে কুফরী কালামের মাধ্যমে পৃথক করা হয়েছে। তাই কুফরী কালামের মাধ্যমে তা নষ্ট করে ধাবিত করা যাবে। এমতাবস্থায় যারা কুফরী কালাম দিয়ে তদবির করে থাকে তাদের মাধ্যমে কুফরী কালামের মাধ্যমে আমার স্বামীকে পেতে পারব কি? কারণ আমার বয়স মাত্র সাতাশ, এক সন্তানের মা। স্বামী তালাকও দেননি, কারো সাথে আমার বিয়ের সম্ভাবনাও কম?
উত্তর : স্বামীর মন আল্লাহ তা’আলার হাতে। আল্লাহ পাক ইচ্ছা করলে মুহূর্তের মধ্যে পরিবর্তন করতে পারেন। এ কথা মনে-প্রাণে বিশ্বাস করে সালাতুল হাজত ও দু’আর মাধ্যমে আল্লাহ পাকের নিকট সমাধান চাওয়া এবং বৈধ তদবির চালিয়ে যাওয়াই একমাত্র ইসলামী সমাধান। কুফরী কালাম দ্বারা তদবিরকারীদের নিকট সমাধান ইসলামী আক্বীদা-বিশ্বাস পরিপন্থী অবৈধ কাজ। সুতরাং ওই অবৈধ পন্থা অবলম্বন করা আপনার জন্য কখনো বৈধ হবে না। (৯/৫২১/২৬৮৭)