কিয়ামতের দিন সূর্যের দূরত্ব কতটুকু হবে?
প্রশ্ন : কিয়ামতের দিন সূর্য এক হাত ওপরে থাকবে এরূপ কোনো প্রমাণ কোরআন ও হাদীসে আছে কি?
উত্তর : হাদীস শরীফে বর্ণিত আছে যে কিয়ামতের দিন সূর্য অতি সন্নিকটে হবে। তবে তার দূরত্ব কত? এর সঠিক পরিমাণ নিশ্চিতভাবে বলা যাবে না। এক মাইলও হতে পারে বা এক হাতের চেয়ে কমও হতে পারে। (২/১৬)
Tag:কিয়ামতের