কালেমা পড়ে দরূদ পড়া
প্রশ্ন : কালেমায়ে তাইয়্যিবার শেষে যে দরূদ শরীফ পড়া হয় তার হুকুম কী? এবং পড়ার নিয়ম কী?
উত্তর : নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-এর ওপর দরূদ পড়া কমপক্ষে জীবনে একবার ফরয। আর যেকোনো মজলিসে তাঁর আলোচনা হলে একবার দরূদ শরীফ পড়া ওয়াজিব। আর বারবার আলোচনা হলে প্রত্যেকবার দরূদ শরীফ পড়া মুস্তাহাব। তাই কালেমায়ে তাইয়্যিবার শেষে দরূদ শরীফ একবার ওয়জিব, এর চেয়ে বেশি পড়া মুস্তাহাব। তবে এমনভাবে পড়বে, যাতে উভয়টি এক মনে না হয়।
নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-এর ওপর সালাত ও সালাম তথা শান্তি ও রহমত বর্ষণের দু’আ করার নামই দরূদ শরীফ। এ-জাতীয় যেকোনো দরূদ শরীফ পড়া যায়। যেমনÑ‘সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম’। (১৬/১৯৮/৬৪৪৩)
Tag:কালেমা