কালেমা তাইয়্যিবার প্রমাণ ও এর যিকির
প্রশ্ন : কালেমা লা-ইলাহা ইল্লাল্লাহ কী? এবং তার প্রমাণ কোরআন-হাদীস বা আসলাফ থেকে আছে কি না? বিস্তারিত জানাবেন এবং لااله الا اللہ محمد رسول اللہ এর যিকির কোথা থেকে শুরু হলো?
উত্তর :لااله الا اللہ محمد رسول اللہ কালেমায়ে তাইয়্যিবাহ হিসেবে প্রসিদ্ধ। এখানে দুটি বাক্য রয়েছে, একটি لااله الا اللہ আরেকটি محمد رسول اللہ উভয়টি কোরআন ও অসংখ্য হাদীস দ্বারা প্রমাণিত। যার অর্থ “আল্লাহ তা’আলা ছাড়া কোনো মাবুদ নেই এবং মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) আল্লাহ তা’আলার প্রেরিত রাসূল।” অন্তরে এই কালেমার দৃঢ় বিশ্বাস স্থাপন এবং মৌখিক উচ্চারণের মাধ্যমে তাঁর প্রতি স্বীকারোক্তি প্রদান ঈমানদার হওয়ার পূর্বশর্ত। আর হাদীস শরীফে যেহেতু لااله الا اللہ محمد رسول اللہ কে উত্তম যিকির বলে আখ্যায়িত করা হয়েছে, তাই নবী করীম (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-এর যুগ থেকেই যুগে যুগে এটাকে যিকির হিসেবে গণ্য করা হয়ে থাকে। (৯/৮৬/২৪৯১)