কালেমা তাইয়িবাহ পড়ে ইসলাম গ্রহণ করা
প্রশ্ন : আমরা সাধারণত হাদীসে দেখি যে, হুজুর (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-এর দাওয়াতে যাঁরা কালেমা পড়ে মুসলমান হয়েছেন তাঁরা শুধু পড়েছেন اشھد ان لا الٰه الا اللہ واشھد ان محمدًا عبدہ ورسوله জিজ্ঞাসা হলো لااله الا اللہ محمد رسول اللہ পড়ে কেউ মুসলমান হয়েছেন এমন কোনো বর্ণনা আছে কি না এবং কখন থেকে তা মুসলমানের মধ্যে চালু হয়েছে?
উত্তর : ইসলাম ও ঈমান সম্পাদনের বেলায় দুটি বাক্যেরلااله الا اللہ محمد رسول اللہ মুখে উচ্চারণ ও অন্তরে তার মর্ম স্থাপন বাধ্যতামূলক জরুরি বিষয়। ওই দুটি বাক্য ঈমান ও ইসলামের মূলমন্ত্র। এটিকে কালেমায়ে তাইয়িবাহ নামে আখ্যায়িত করা হয়। কালেমায়ে তাইয়িবাহ পাঠ করে ইসলাম গ্রহণের ইতিহাস নতুন নয় বরং ইসলামের সূচনালগ্ন থেকেই চলমান। স্বয়ং হুজুর (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এটা পাঠ করেছেন এবং সাহাবায়ে কেরামকেও পাঠ করিয়েছেন। কিন্তু আরবী ব্যাকরণ অনুসারে এবং ঈমানের মৌলিক চাহিদার অনুপাতে এ কালেমার সাথে فعل ও حرف দুটি-একটি বাক্য যোগ করে এ কালেমাটি ব্যবহার করলেও বাস্তবে এর ভেতরে কালেমা উচ্চারণ করিয়েছেন এবং এটিই পাঠ করেছেন।
সুতরাং কালেমায়ে তাইয়িবাহ পাঠ করে ইসলাম গ্রহণের বিষয়টি নতুন নয়। বরং নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের যামানা থেকে এর সূচনা, এতে কোনো সন্দেহের অবকাশ নেই। হাদীস শরীফে এর অসংখ্য প্রমাণ বিদ্যমান। (৭/৭১৮/১৮২৫)