কালেমা তাইয়িবাহ পড়া কি শিরক?
প্রশ্ন : জনৈক মুফতী সাহেব বলেছেন, কালেমায়ে তাইয়িবাহ একসাথে এভাবেلااله الا اللہ محمد رسول اللہ ‘লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ’ মিলিয়ে পড়লে নাকি শিরক হয়। তাই কালেমায়ে তাইয়িবার মাঝখানে ‘و’ হরফে আত্ফ বা ‘وَاَنّ’ যোগ করে পড়তে হবে। উক্ত বক্তব্য বা খেয়ালটি সঠিক কি না? দলিল-প্রমাণসহ জানতে চাই।
উত্তর : ইসলামে প্রসিদ্ধ পাঁচ কালেমার প্রথম ও প্রধান হলো কালেমায়ে তাইয়িবাহ لااله الا اللہ محمد رسول اللہ । এ কালেমাকে যে শিরক বলে তার জন্য তাওবাকরত ওই কালেমা পাঠ করে ঈমান নবায়ন করা জরুরি। তার বক্তব্য সম্পূর্ণ ভুল ও মূর্খতার পরিচায়ক। (১৮/৮৪/৭৪৯০)
Tag:কালেমা তাইয়িবাহ