কানে হাত রেখে তেলাওয়াত করা
প্রশ্ন : বর্তমানে অনেক ক্বারীদেরকে কানে হাত দিয়ে তেলাওয়াত করতে দেখা যায়। এটা বৈধ কি না?
উত্তর : কোরআন তেলাওয়াত করার সময় কানে হাত দেওয়া ও না দেওয়ার ব্যাপারে কোনো শরয়ী দলিল নেই। তাই কানে হাত দেওয়াকে অবৈধ বলা যাবে না। তবে বিনা প্রয়োজনে এভাবে হাত দেওয়া বেমানান। (১৫/৯৯১/৬৩৪০)