কসরের কারণ সফর, ভয় নয়
প্রশ্ন : মুসাফির কসর নামায না পড়লে কি গোনাহ হবে? এ নামায কি ওয়াজিব? কালামে পাকে কি সরাসরি কোনো নির্দেশ আছে? খউফের নামাযের নির্দেশ মতে সবাই কসর পড়ে এটা কি ঠিক? ৪ মাযহাবে কি কোনো মতবিরোধ আছে?
উত্তর : মুসলিম উম্মাহর স্বর্ণযুগে রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) ও তাঁর সাহাবায়ে কেরাম খউফ ছাড়াও কসরের নামায পড়েছিলেন। ওই যুগ থেকে নিয়ে এ পর্যন্ত ধর্ম বিশারদগণ একমত যে সফরে কসর করা কোরআন-হাদীসের দ্বারা স্বীকৃত। তবে কসর না করলে গোনাহ হবে কি না, এ ব্যাপারে যদিও কোনো কোনো ইমাম ভিন্নমত পোষণ করে থাকেন, কিন্তু ইমামকুল শিরোমণি হযরত ইমাম আবু হানীফা (রহ.) ও তাঁর অনুসারী অন্য ইমামগণ বলেন যে সফরে কসর করা ওয়াজিব, কসর না করলে গোনাহ হবে। (২/৫৪)