কলমের কালি ওজুর প্রতিবন্ধক কি না
প্রশ্ন : আমাদের হোস্টেল মসজিদে কোনো নির্দিষ্ট ইমাম ছিলো না। ছাত্ররাই ইমামতি করত। একদিন আমি ফজরের নামায পড়াই, নামায পড়ানো শেষে আমি যিকির করার সময় হঠাৎ খেয়াল করলাম আমার বৃদ্ধাঙ্গুলির নখে বলপেনের কালি লেগে আছে। বলপেন দিয়ে অনেকক্ষণ লেখার পর বলপেনের মাথায় যে কালি জমে যায়, অনেকটা সে রকম কালি। এটি রাতে পড়ার সময় হয়তো লেগেছে। কেননা ফজরের সময় আমি লিখিনি। এখন প্রশ্ন হলো, আমার ওজু হয়েছে কি না? যদি ওজু না হয়ে থাকে এখন আমি কী করব? মুসল্লিদের নামাযের কী অবস্থা হবে?
উত্তর : কলমের কালি লাগার দ্বারা সাধারণত ওজু ও নামাযের কোনো ক্ষতি হয় না। অবশ্য কালি যদি এমন গাঢ় হয়, যার দরুন নিচের অংশে পানি না পৌঁছে, তখন ওই কালি থাকাবস্থায় ওজু সহীহ হয় না।
সুতরাং আপনার হাতে লাগা কালি ওই ধরনের গাঢ় না হলে ওজু ও নামায সহীহ হয়েছে, অন্যথায় ওজু ও নামায সহীহ হয়নি। ওই নামায পুনরায় পড়ে নিতে হবে এবং ওই মুসল্লিদের যথাসাধ্য অবগত করে ওই নামায পুনরায় পড়ার জন্য বলতে হবে। (৬/৫৬০/১৩৩৫)