কবর জিয়ারতের সুন্নাত তরীকা ও গর্হিত একটি পদ্ধতি
প্রশ্ন : কবর জিয়ারত করার সুন্নাত পদ্ধতি কী? অনেকে দেখা যায় কবর সামনে নিয়ে দু’আ করে এবং দু’আ শেষে কবরের দিকে চেহারা দিয়ে পেছন দিকে বের হয়। যেমন পূর্বে রাজাদের দরবারে হতো। এর বিধান কী?
উত্তর : কবর জিয়ারতের সুন্নাত তরীকা হলো, কবরস্থানে গিয়ে এভাবে সালাম দেবে :
السلام عليكم أهل الديار من المؤمنين والمسلمين، وإنا إن شاء الله للاحقون، أسأل الله لنا ولكم العافية
অতঃপর মৃত ব্যক্তির পায়ের দিক থেকে মাথার দিকে এসে চেহারার সামনে দাঁড়াবে। বসার প্রয়োজন হলে কাছে বা দূরে সুবিধাজনক স্থানে বসে যতটুকু সম্ভব কোরআন পাকের তেলাওয়াত করবে। বিশেষত সূরা ফাতেহা, সূরা তাকাসুর, সূরা বাকারার শুরু থেকে المفلحون পর্যন্ত, আয়াতুল কুরসী, বাকারার শেষ রুকু, ইয়াসীন, মুলক, সূরা ইখলাস ইত্যাদি পড়ে দরূদ শরীফ পড়ে ঈসালে সাওয়াব করবে। উল্লেখ্য, ঈসালে সাওয়াবের জন্য হাত উঠিয়ে দু’আ করা জরুরি নয়। তা সত্ত্বেও কেউ মুনাজাত করতে চাইলে কিবলামুখী হয়ে করবে, যাতে কবরবাসীর কাছে কিছু চাওয়া হচ্ছে বলে ধারণা না হয়। আর দু’আ শেষে কবরকে সামনে রেখে পিছিয়ে পিছিয়ে বের হওয়ার কোনো ভিত্তি শরীয়তে নেই বিধায় এ ধরনের কাজ থেকে বিরত থাকা জরুরি। (১৭/৭১৩/৭২৬৮)
Tag:কবর জিয়ারত, সুন্নাত পদ্ধতি