কবর জিয়ারতের সংজ্ঞা, ঈসালে সাওয়াব দূর থেকেও করা যায়
প্রশ্ন : ইসলামী শরীয়তে কবর জিয়ারত বলতে কী বোঝায়? কবরের পাশে না গিয়ে কোনো ইবাদতগাহে বসে দু’আ করলে কেমন হয়?
উত্তর : কবরস্থানে গিয়ে সালাম, কোরআন পাঠ, মৃতের মাগফিরাতের দু’আ করা ও সাওয়াব রেসানী ইত্যাদি করাকে জিয়ারতে কবর বলা হয়। কবর জিয়ারতের দ্বারা দুনিয়ার প্রতি অনাসক্তি, মৃত্যুর স্মরণ ও আখেরাতের প্রতি আগ্রহ পয়দা হয়। তাই শরীয়ত মতে পুরুষদের জন্য কবর জিয়ারত করা মুস্তাহাব, অন্যথায় কবরস্থানে না গিয়ে দূর থেকে কোনো নফল ইবাদত করে মৃতের জন্য সাওয়াব পৌঁছালেও মৃত ব্যক্তি একই রকম সাওয়াব পায়। (৪/৪৪৬/৭৮২)