কবর খনন করার পদ্ধতি ও গভীরতা
প্রশ্ন : কবর খনন করার পদ্ধতি কী? এবং মুর্দাকে কবরে রাখার স্থান কতটুকু গভীর করতে হবে? প্রচলিত আছে যে “মুর্দাকে কবরে প্রশ্নোত্তরের জন্য বসানো হয়, তাই মুর্দার বসা পরিমাণ জায়গা রাখা জরুরি” কথাটি ঠিক কি না?
উত্তর : কবর দুই পদ্ধতিতে খনন করা যায়। তার মধ্যে প্রথমটি হলো, ‘লাহাদ’ আর দ্বিতীয়টি হলো ‘শাক্ব’। লাহাদ খবর খনন করার পদ্ধতি হলো, মানুষের সমপরিমাণ অথবা সিনা পরিমাণ কিংবা অর্ধেক পরিমাণ মাটি নিচের দিকে খনন করে পশ্চিম পার্শ্বে একটি গর্ত খনন করবে। ওই গর্তে মুর্দাকে শুইয়ে বাঁশ অথবা গাছ দিয়ে গর্ত ঢেকে মাটি দিয়ে দেবে।
আর শাক্ব/সিন্দুক কবর খনন করার পদ্ধতি হলো, মানুষ সমপরিমাণ অথবা সিনা পরিমাণ অথবা অর্ধেক পরিমাণ মাটি খনন করার সময় মধ্যখানে মুর্দাকে রাখার জন্য মাঝের অংশে গভীর করে একটি স্থান তৈরি করবে। ওই স্থানে মুর্দাকে শুইয়ে বাঁশ অথবা গাছ দিয়ে ঢেকে মাটি দিয়ে দেবে। মুর্দা রাখার স্থান এ পরিমাণ গভীর হওয়া প্রয়োজন, যে পরিমাণ জায়গাতে মুর্দাকে শুইয়ে ওপরে বাঁশ অথবা গাছ দিলে মুর্দার শরীরে লাগবে না।
মুর্দাকে প্রশ্নোত্তরের সময় বসানোর জায়গা পরিমাণ রাখার কোনো প্রয়োজন নেই। কারণ মুর্দাকে আলমে বরজখের মধ্যে বসানো হবে। মুর্দাকে বসানোর জায়গা রাখার যে কথা শোনা যায়, তা ঠিক নয়। (১/৫৫/৪০)