কবরের গভীরতা-প্রশস্ততার পরিমাণ ও কোন কবর উত্তম
প্রশ্ন : বাংলাদেশ নদীমাতৃক দেশ ও উপকূলীয় এলাকায় অবস্থিত, যেখানে বালুমাটি বেশি, এমন স্থানে লাহাদ কবর উত্তম, না শাক্ব উত্তম? আর কবরের গভীরতা ও প্রশস্ততার কোনো নির্দিষ্ট পরিমাণ নির্ধারিত আছে কি না? দলিলসহ জানাবেন।
উত্তর : যেখানের মাটি নরম সেখানে শাক্ব কবর খনন করবে, আর কবরের গভীরতা স্বাভাবিক মানুষের কাঁধ বরাবর হওয়া উত্তম। নিম্নে অর্ধকায় করার অনুমতি আছে। আর অর্ধকায় প্রশস্ত করার কথা কিতাবে উল্লেখ আছে। (১০/৫০০/৩১৯৭)