কবরস্থানে পুরাতন কোরআন শরীফ দাফন করা
প্রশ্ন : জনৈক মাওলানা সাহেব কোরআন শরীফের পুরাতন ছেঁড়া-ফাড়া কয়েকটি পাতা কবরস্থানের এক পাশে পলিথিন দিয়ে মুড়িয়ে পুঁতে রাখেন। আরেকজন মাওলানা সাহেব বলেন, কবরস্থানে কোরআন শরীফের ছেঁড়া-ফাড়া পাতা দাফন করা জায়েয নয়। জানার বিষয় হলো, কবরস্থানে ছেঁড়া-ফাড়া কোরআনের পাতা দাফন করা যাবে কি না?
উত্তর : কোরআন শরীফের পুরাতন ছেঁড়া-ফাড়া ও পড়ার অনুপযোগী পাতা এমন পবিত্র স্থানে দাফন করে দেবে, যেখানে মানুষের চলাফেরা নেই অথবা প্রবাহিত পানিতে ছেড়ে দেবে। তবে উত্তম হলো, কবরের মতো একটি গর্ত খনন করে পাক কাপড় পেঁচিয়ে সম্মানের সাথে দাফন করে দেওয়া এবং তা কবরস্থানের এক পাশে হলেও সমস্যা নেই; যদি স্থানটি পবিত্র হয়। (১৫/৮৯৩/৬৩১৩)
আদ্দুল মুখতার : 6/422, রদ্দুল মুহতার : 2/422, আল ফাতাওয়াস সিরাজিয়্যাহ : 71