কবরস্থানের মাটি ও সেখানে কোরআন শরীফ দাফন করার হুকুম
প্রশ্ন : আমরা জানি যে কোরআন শরীফের ছেঁড়া-ফাড়া পড়ার অনুপযোগী পাতা পবিত্র স্থানে দাফন করে দিতে হয় অথবা প্রবাহিত পানির মধ্যে ছেড়ে দিতে হয়। প্রশ্ন হলো, তা না করে এগুলো কবরস্থানে দাফন করা যাবে কি না? এবং কবরস্থানের মাটি পাক কি না?
উত্তর : পবিত্র কোরআনে কারীমের ছেঁড়া-ফাড়া পড়ার অনুপযোগী পাতাগুলো পাক কাপড়ে মুড়িয়ে কবরস্থানে দাফন করা বৈধ হবে। আর কবরস্থানের যে স্থানে কবর নেই, সেখানের মাটি পাক। আর যে স্থানে লাশ দাফন করা হয়েছে সেখানে যদি লাশ মাটিতে পরিণত হয়ে যায় তাহলে উক্ত মাটিও পাক বলে গণ্য হবে। (১৬/১২/৬৩৬৬)
মারাকিল ফালাহ : 47, হাশিয়াতুত তাহতাভি : 161, মারাকিল ফালাহ : 69, ফাতাওয়ায়ে রহিমিয়া : 1/83, ফাতাওয়ায়ে মাহমুদিয়া : 1/17