কনুই খোলা রেখে নামায পড়া
প্রশ্ন : জনৈক ব্যক্তি সর্বদা দুই হাতের কনুই বের করে নামায পড়েন। অনেকে বলেন, কনুই বের করে নামায পড়া মাকরূহে তাহরীমী। একাধিকবার মাকরূহে তাহরীমী হারাম। এর সমাধান সবিস্তারে জানতে চাই।
উত্তর : জামার হাতা ওপরে উঠিয়ে কনুই খোলা রেখে নামায পড়া মাকরূহ। ঘটনাক্রমে যদি কেউ এ অবস্থায় নামায আরম্ভ করে দেয়, তাহলে হালকা নড়াচড়ার মাধ্যমে খুলে দেবে, যাতে আমলে কাসীর না হয়। (১১/৮৪৬)
Tag:কনুই