কতটুকু ইলম শেখা ফরয
প্রশ্ন : কতটুকু ইলম শেখা ফরয? ফরয আদায় হয়Ñএ ধরনের কোনো স্বতন্ত্র পুস্তক আছে কি?
উত্তর : মুসলমানের জন্য এতটুকু ইলম শেখা জরুরি, যদ্ধারা আকাঈদ দুরুস্ত হয় এবং ইবাদত, মুআমালাত শরীয়ত মোতাবেক আঞ্জাম দেওয়া যায়। শরীয়তের আদেশ-নিষেধগুলো জানার জন্য বেহেশতী জেওর কিতাবখানা কোনো নির্ভরযোগ্য আলেমের নিকট পড়তে পারলে একজন সাধারণ লোকের জন্য যথেষ্ট হবে বলে আমরা মনে করি। (৪/২৫৬/৬৭৭)