কখন শরীক হলে তাকবীরে ঊলার ফজীলত পাবে
প্রশ্ন : কেউ কেউ বলেন, ইমাম সাহেবের তাকবীরের সাথে সাথে মুক্তাদী আল্লাহু আকবার বলে নামাযে শরীক হবে এবং ইমাম সাহেব সূরা ফাতেহা শুরু করার আগেই মুক্তাদীর জন্য ছানা পড়ে শেষ করতে হবে। আবার কেউ কেউ বলেন, ইমাম সাহেবের সূরা ফাতেহা শেষ করার আগেই মুক্তাদী যদি তাকবীরে তাহরীমা বাঁধে তবুও সে তাকবীরে ঊলা পেল। আবার কেউ কেউ বলেন, ইমাম সাহেব প্রথম রাক’আতের রুকুতে যাওয়ার আগেও যদি কোনো মুক্তাদী এসে তাকবীরে তাহরীমা বলে নামাযে শরীক হলো সেও তাকবীরে ঊলা পেল। এখন প্রশ্ন হলো, ‘ফাজায়েলে নামায’ নামক কিতাবে ৪০ দিন তাকবীরে ঊলার সাথে নামায আদায় করতে পারলে যে ফজীলতের কথা বর্ণনা করা হয়েছে ওই তাকবীরে ঊলাটির শরীয়তসম্মত সহীহ সংজ্ঞাটি কী? দলিলসহ জানতে ইচ্ছুক।
উত্তর : তাকবীরে ঊলার সংজ্ঞা সম্পর্কে হাদীস ও ফিকাহবিদগণ প্রশ্নে বর্ণিত সকল মতামত ব্যক্ত করেছেন। কিন্তু অধিকাংশ ফিকাহবিদগণ আপনার উল্লিখিত সর্বশেষ মতটিকেই প্রাধান্য দিয়েছেন। (৪/৩০৪/৬৯৮)