ওয়াক্ফ করলে নিঃশ্বাস ছাড়া জরুরি কি না
প্রশ্ন : যেখানে ওয়াক্ফ বা আয়াত শেষ হওয়ার চিহ্ন রয়েছে, সেখানে ওয়াক্ফ করলে নিঃশ্বাস ছাড়া জরুরি কি না? যদি কোনো সময় তাড়াতাড়ি পড়ার কারণে শেষ হরফের হরকত না জানা থাকায় নিঃশ্বাস না ছেড়ে ওয়াক্ফের মতো পড়ে তাহলে কোনো সমস্যা বা গোনাহ হবে কি না?
উত্তর : কেরাত শাস্ত্রের নিয়ম অনুযায়ী ওয়াক্ফ করার সময় নিঃশ্বাস ছাড়তে হবে। তবে কোনো কারণে যদি নিঃশ্বাস না ছেড়ে ওয়াক্ফ করে চলে যায় তাহলে তা জায়েয হলেও তাজবীদের নিয়মের বিপরীত হওয়ায় অনুচিত। (১৭/৪২১/৭০৪৪)
এমদাদুল ফাতাওয়া : 1/307