ওড়নার পাল্লায় সিজদা করা
প্রশ্ন : আমি ফিতা লাগানো গোল ওড়না পরে নামায পড়ি, ফিতার কারণে ওড়নার কপালের কাছের অংশ ৫-৬ পাল্লা কাপড়ে হয়। যেহেতু মেয়েদের চুল বের হয়ে গেলে নামায হয় না, তাই আমি ওড়নাটা চুলের গোড়ায় কিছু নিচে থেকে পরি, যে কারণে ফিতার অংশটা কপালের ওপরে পড়ে এবং সিজদার সময় ৫-৬ পাল্লাবিশিষ্ট ফিতার অংশের ওপর সিজদা দিই। সিজদার সময় যদি ৫-৬ পাল্লাবিশিষ্ট কাপড় দিয়ে কপাল ঢাকা থাকে তাহলে কি সিজদা আদায় হবে?
উত্তর : সিজদা করার সুন্নাত তরীকা হলো, সিজদার সময় কপাল এবং নাক আবরণমুক্ত রাখা, বিনা ওজরে কপালে কাপড় থাকাবস্থায় সিজদা করা মাকরূহে তানযীহী তথা অনুচিত। সুতরাং প্রশ্নোল্লিখিত পদ্ধতিতে এভাবে ওড়না পরা ওজর হিসেবে গণ্য নয়, তাই এ প্রথা বর্জনীয়। এমনভাবে ওড়না পরবে, যাতে কপাল আবরণমুক্ত থাকে। (১২/৫৫৫)
Tag:ওড়নার