ওষুধের মাধ্যমে ঋতুস্রাব বন্ধ করা
প্রশ্ন : এক ব্যক্তি স্ত্রীকে নিয়ে হজে যাচ্ছেন। হজের জন্য যখন রওনা হলেন তখন স্ত্রীর হায়েয হওয়ার সময়। তাই তাকে ওষুধ খাইয়ে নেন, যাতে হজের আহকামগুলো পুরোপুরি সুষ্ঠুভাবে পালন করতে পারে। প্রশ্ন হলো, উক্ত কারণে হায়েযকে মাসখানেকের জন্য এভাবে পিছিয়ে দেওয়া জায়েয হবে কি না?
উত্তর : অভিজ্ঞ মুসলিম ডাক্তার যদি বলে যে এ ধরনের ওষুধ ব্যবহার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নয়। তাহলে প্রয়োজনে ব্যবহার করা যাবে, অন্যথায় ব্যবহার করা যাবে না। (৫/১৮)
Tag:ঋতুস্রাব