ওলী-সংক্রান্ত একটি আয়াতের ব্যাখ্যা
প্রশ্ন : أَلاَ إِنَّ أَوْلِيَاءَ اللهِ لاَ خَوْفٌ عَلَيْهِمْ وَلاَ هُمْ يَحْزَنُونَ الَّذِينَ آمَنُوا وَكَانُوا يَتَّقُونَ এ আয়াতে ছোট ওলী বোঝানো হয়েছে। কেননা বড় ওলী তাঁরা, যাঁরা সর্বদা যিকির করেন। বক্তব্যটি সঠিক কি না?
উত্তর : মুফাস্সিরীনে কেরামের মতে উল্লিখিত আয়াতে সকল ওলীর গুণ বর্ণনা করা হয়েছে। তবে বেলায়েতের ক্ষেত্রে তুলনামূলকভাবে একে অপরের চেয়ে কম-বেশিও হতে পারে। এ ক্ষেত্রে সর্বোচ্চ স্তর আম্বিয়ায়ে কেরামগণের। তাঁদের মধ্যে মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-এর মর্যাদা সবার ঊর্ধ্বে। আর সর্বনিম্ন স্তর সূফী সাধকদের তবে তাদের মধ্যেও কমবেশ পার্থক্য হতে পারে। (১৮/১২১/৭৪৭৬)
মাআরিফুল কুরআন : 4/546, 4/549